ই-শপ দেশেরঅফার নিয়মনীতি
For Vendor
১/ দেশেরঅফার ডটকম সাইটে সাইন-আপ করলে সেলারদের একাউন্ট অনুমোদন করে একটি ই-শপ দিবে। এখানে সেলার নিজের ইউজার আইডি দিয়ে লগইন করে স্টোর সাজাতে পারবে। সেলারের পন্য দেশেরঅফার নির্বাচিত প্রোডাক্ট প্রমোট করবে, যেমনঃ ফেইসবুক, গুগল এ বিজ্ঞাপন, এক্ষেত্রে ই-শপের আনলিমিটেড প্রোডাক্ট যুক্ত করলে কোন মাসিক চার্জ নিবে না, কিন্তু দেশেরঅফারকে প্রতি সেল ১৫% প্রদান করতে হবে, এটি প্রোডাক্ট এর উপর ভিক্তি করে আলোচনা সাপেক্ষে কম বেশী হতে পারে ।
২। প্রোডাক্টের গ্যারান্টি/ওয়ারেন্টি না থাকলে সেটিও আপনাদের উল্লেখ করে দিতে হবে ।
৩। ঢাকায় আপনাদের কাছ থেকে আমাদের ডেলিভারী পার্টনার অডারকৃত পন্য পিক-আপ করে কাস্টমারের কাছে পাঠায় দিবে , ক্যাশ অন ডেলিভারীতে ক্যাশ নিয়ে আমাদের হাতে দিলে আপনারা ২ দিন পরে পাবেন ।
৪। ছবির সাথে প্রোডাক্ট না মিললে কিংবা অন্য কোন সমস্যা পাওয়া গেলে অর্ডার ফেরত আসতে পারে। সেক্ষেত্রে ভেন্ড্রর মালিকের পণ্য রিসিভ করতে হবে , রির্টাণ চার্জ ফ্রী এবং ডেলিভারী চার্জ প্রদান করতে হবে ।
৫। কোন ব্যান্ডের নকল প্রোডাক্ট দেয়া যাবে না ।
৬ । কোন কাস্টমারের সাথে প্রতারনা করা যাবে না ।